নীলফামারীর সৈয়দপুরে মা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার` শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতি ও স্বল্প খরচে সুচিকিৎসা সেবার দৃঢ় প্রত্যয়ে স্বচ্ছ ও সুন্দর পরিবেশে সৈয়দপুর পৌরসভা মোড়, টি,আর, রোডে, বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন (পাপ্পু) এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুর-ই আলম সিদ্দিকী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আবদুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের ডাইরেক্টর মো. শরিফুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন।
আপনার মতামত লিখুন :