ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৯:০৮ পিএম

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা আটক

ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক দুর্জয়কে (৩০) আটক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার বিকাল ৩টার দিকে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

আটককৃত দুর্জয় জেলা শহরের নগুয়া এলাকার দুলাল চন্দ্র রায়ের ছেলে এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক পদে ছিলেন।

র‌্যাব সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলা সংক্রান্ত একটি মামলার আসামি দুর্জয়। গত ৪ আগস্ট দুপুর ২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকায় দুর্জয়সহ অন্যরা রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোলবোমা, ককটেল, পাইপগান, পিস্তলসহ বিভিন্ন অস্ত্র-সস্ত্র নিয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা চালায়। একপর্যায়ে মিছিলকারীরা আওয়ামী লীগ নেতা সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায় গিয়ে আশ্রয় নেয়। এ সময় আসামিরা পিছু ধাওয়া করে গিয়ে বাসাটিতে আগুন ধরিয়ে দেয়। এতে জুলফিকার হোসাইন ও অঞ্জনা নামে দুইজন পুড়ে মারা যায়।

এ ঘটনায় মতিউর রহমান বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় গত ৩০ আগস্ট একটি মামলা দায়ের করেন।

র‌্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, দুর্জয় এ মামলার এজাহারভুক্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

 

আরবি/জেডআর

Link copied!