ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

টমটম চালক হত্য়া, ২৪ ঘন্টার ভিতর আসামি আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৯:৩৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টমটম চালককে নির্মমভাবে খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে ২৪ ঘন্টার মধ্যে আটক করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পশ্চিম তিতপুর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে জসিম উদ্দিন (৩০) বলে জানান পুলিশ।

প্রাথমিকভাবে সে পুলিশের নিকট স্বীকার করে টমটম ছিনতাইয়ের উদ্দেশ্যে সে ও তার সাথে আরও চারজন মিলে উপজেলার মুসলিমবাগ গাং পাড় এলাকার মৃত আনসার মিয়ার ছেলে আবুল খায়ের (৩০) কে চা বাগানের ভেতর নিয়ে খুন করেন।

এ ঘটনায় তাকে ১৬৪ ধারায় জবানবন্দী দিতে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়েছে বলেও জানান পুলিশ। 

উল্লেখ্য, টমটম চালক আবুল খায়েরকে গত সোমবার রাত ১১ টায় শহরের কালিঘাট চৌমুহনা থেকে যাত্রী সেজে অজ্ঞাত কোন ব্যক্তি কালিঘাট চা বাগানের উদ্দেশ্যে নিয়ে যায়।

নিহত টমটম চালকের ছোট ভাই আবুল বাসার জানান, সারা রাত তার ভাইকে অনেক খোঁজাখুঁজি করার পরও পাওয়া যায়নি। পরদিন সকালে তারা খবর পেয়ে কালিঘাট চা বাগানের ১১ নং সেকশনের ভেতরে গিয়ে দেখতে পান তার ভাইকে গলা কেটে বুকে ও শরীরের বিভিন্ন অংশে চাকু দিয়ে আঘাত করে নির্মমভাবে খুন করে লাশ ফেলে রেখে যায়। এসময় তার ভাইয়ের টমটমটি পাওয়া যায়নি। তাদের ধারনা ছিল টমটমটি চুরি করা বা অন্য কোন উদ্দেশ্যে কেউ তার ভাইকে খুন করেছে। 

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খাঁন সাংবাদিকদের জানান, তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা টমটম চালকের খুনের অভিযোগে জসিমকে আটক করতে সক্ষম হয়েছি। সে ও তার সাথীরা টমটম ছিনতাই করার জন্য নির্মমভাবে আবুল খায়েরকে খুন করে। বাকী আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।