ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

আকাশে অবমুক্ত উদ্ধারকৃত ঈগল পাখি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ১০:৩৯ পিএম

আকাশে অবমুক্ত উদ্ধারকৃত ঈগল পাখি

ছবি: রূপালী বাংলাদেশ

রাজবাড়ীতে অসুস্থ অবস্থায় উদ্ধারের পর একটানা ৪ মাস ধরে সেবা করে সম্পূর্ণ সুস্থ অবস্থায় একটি বিশাল আকারের ঈগল পাখিকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জেলা শহরের টিএনন্টিপাড়া এলাকার ঈগলটি অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, জেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শেখ হুমায়ুন কবির, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ, প্রাণিপ্রেমী লিটন চক্রবর্তী সহ অনেকে।

ঈগল পাখিটির সেবক লিটন চক্রবর্তী বলেন, পাখিটিকে বন বিভাগের কর্মকর্তার অনুরোধে প্রায় ৪ মাস আগে প্রাণিসম্পদ কার্যালয় থেকে সেবা-শুশ্রূষার জন্য তার সংস্কৃতি ও জীব-বৈচিত্র্য নিয়ে কাজ করা আরাম ঘরে নিয়ে আসেন। আহত ঈগলটি সেবা-শুশ্রূষার প্রায় দুই মাস পর অবমুক্ত করার আগেই উড়ে চলে যায়। পড়ে হঠাৎ দুই মাস পর আবার আহত অবস্থায় ফিরে আসে সে। এরপর প্রায় এক মাস সেবা-শুশ্রূষার পর ঈগল কে সুস্থ করে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ বলেন, আহত ঈগলটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় অবমুক্ত করা হয়েছে। পাখিটি মাটিতে নামানোর সাথে সাথে উড়ে গেছে।

রাজবাড়ী জেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শেখ হুমায়ুন কবির বলেন, এই ঈগলটাকে দুই ধাপে প্রায় ৪ মাস সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার তত্ত্বাবধায়নে সাংবাদিক লিটন চক্রবর্তী সেবা করে সুস্থ করে তোলেন। প্রকৃতিতে চলার মতো হওয়ায় ঈগলটিকে আজ অবমুক্ত করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!