মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফকে গ্রেপ্তার করা হয়েছে। ১৬ অক্টোবর ভোর ৪টায় ওসি গোলাম আপসারের নেতৃত্বে এস আই সুজন তালুকদার ও এএস আই আবু তাহেরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর ৪ টায় তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার কাদিপুর এলাকা থেকে তায়েফকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত তায়েফকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।