ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

গাজীপুরে গ্যাস বিস্ফোরণে নিহত সরিষাবাড়ীর আবু রায়হান

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০৫:৫১ পিএম
নিহত আবু রায়হান রবিন। ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর আশুলিয়া এলাকায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জামালপুরের সরিষাবাড়ীর আবু রায়হান রবিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬অক্টোবর) রাত ১২টার দিকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিহতের পরিবারের লোক নিশ্চিত করেছেন।

জানা যায়, গাজীপুরের আশুলিয়ায় বেক্সিমকোর সিরামিক কোম্পানিতে এলপিজি গ্যাস লাইন মেরামতের কাজ করছিলেন। মেরামত কাজ করার সময় একটি গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মেরামত করার কাজে যুক্ত হওয়া আবু রায়হান রবিন সহ ৬ জন গত শুক্রবার রাত ৯ টার দিকে অগ্নিদগ্ধ হয়। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আবু রায়হান রবিনের শরীলের ৪৪ শতাংশ দগ্ধ হয়। পরে অবস্থার অবনতি হলে আজ তার মৃত্যু হয়।

নিহত আবু রায়হান রবিন জামালপুরের সরিষাবাড়ীর পৌরসভার সাতপোয়া এলাকার রেজাউল করিমের ছেলে। সে গত দুই মাস পূর্বে ঢাকার ডেলটা এলপি গ্যাস কোম্পানিতে চাকরি নেন বলে জানা যায়। আবু রায়হান রবিনসহ তারা ৬ জনেই মজুরির ভিত্তিতে গ্যাস সিলিন্ডার মেরামত করতে সেখানে গিয়েছিল।