ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া পল্লি বিদ্যুৎ সমিতির এজিএম শাকিল গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ১২:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া পল্লি বিদ্যুৎ সমিতির এজিএম শাকিল গ্রেপ্তার

গ্রেপ্তার সাকিল আহমেদ। ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক, তথ্য ও প্রযুক্তি (এজিএম, আইটি) সাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর একটি দল। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘাটুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এস কে সাকিল আহমেদ ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুতের এজিএম (আইটি) হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে তাকে চাকরিচ্যুত করা হয়। গ্রেপ্তার হওয়া সাকিল খুলনা সদর উপজেলার আরাজী ভবানীপুরের পাইকগাছা গ্রামের শায়েক তফিল উদ্দিনের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় পৃথক দুটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আটক এজিএম সাকিল আহমেদ একটি মামলার ২ নম্বর এজাহার নামীয় আসামি। শুক্রবার সকালে পুলিশসহ যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করে থানায় যৌথ বাহিনীর  সেনা সদস্যরা হস্তান্তর করলে রাজধানীতে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।


 

আরবি/জেডআর

Link copied!