ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আন্ধারিয়াপাড়া তাবলিগ ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। জুমার নামাজ পর দুপক্ষের সংঘর্ষে ইদ্রিস আলীসহ আহত ২০। শুক্রবার (১৮ অক্টোবর) বাংলাদেশ আহলে হাদীস তাবলিগে ইসলাম এর কেন্দ্রীয় মারকাজ মসজিদে এ ঘটনা ঘটে।
জানা যায়, মুসল্লিদেরকে গুরুতর আহত করে তারা মিয়া। এক তাবলিগী কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহলে হাদীস তাবলিগে ইসলাম এর ৩২তম তাবলিগী ইজতেমা নিয়ে স্থানীয়দের মধ্যে দুটি গ্রুপের সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে উভয় গ্রুপের মধ্যেই কথা কাটাকাটি হয় ও একাধিকবার মারামারি হয়। এমন ঘটনায় সংগঠনের কেন্দ্রীয় আমীরসহ অন্যান্য নেতৃবৃন্দ এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় এ বছরের ইজতেমা স্থগিত করে বিষয়টি জেলা প্রশাসনসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। তবুও একটি চক্র ইজতেমা আহ্বান করে কার্যক্রম শুরু করে। এতে স্থানীয় তাবলিগী কর্মীরা বাঁধা দেওয়ায় নিরীহ তাবলিগী কর্মীদের উপর ফিল্মি স্টাইলে লোহার রড ও চেইন দিয়ে সন্ত্রাসী হামলা করে বলে তাবলীগ কর্মীরা জানান। সন্ত্রাসীদের ভয়ে অনেকেই হাসপাতালে ভর্তি না হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নেন বলেও তারা জানান।
আরো জানা যায় যে, জুমার নামাজ শেষে আওয়ামী সরকারের সাবেক এমপি মালেক সরকারের অনুসারীরা মসজিদে ভিতর মুসুল্লিদের উপর পরিকল্পিত হামলা চালায়। এলাকার শান্তি শৃঙ্খলা ও রক্তক্ষয়ী সংঘর্ষ রক্ষায় প্রশাসনিকভাবে ইজতেমা বন্ধ করে দেওয়া অত্যন্ত জরুরি হয়ে পরেছে বলে দাবি স্থানীয় সুশীল সমাজ জানান।
এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি রুকনুজ্জামান বলেন, কোন প্রকার আইন-শৃঙ্খলা অবনতি ঘটতে দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :