ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০৬:১৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সুমন মিয়া (৪৮) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে জেলা শহরের মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন মিয়া জেলা শহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ মুসলিম মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ এবং একটি কার্তুজের খোসা পাওয়া যায়।

শুক্রবার রাতে গণমাধ্যমকর্মীদের কাছে যৌথবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জেলা শহরের মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সুমনকে গ্রেফতার করা হয়। পরে তার বসত ঘর তল্লাশি করে একটি অবৈধ পিস্তল, একটি খালি কার্তুজ ও তিন রাউন্ড এ্যামো. উদ্ধার করা হয়। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আটকে যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় সুমন মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।