ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

লালন মেলা থেকে চুরি হওয়া ১৬ মোবাইলসহ গ্রেপ্তার ১

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ১১:০০ পিএম

লালন মেলা থেকে চুরি হওয়া ১৬ মোবাইলসহ গ্রেপ্তার ১

ছবি: রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ায় লালন মেলা থেকে চুরি হওয়া ১৬ টি মোবাইলসহ ১ জন গ্রেপ্তার হয়েছে। ১৯ অক্টোবর শনিবার র‍্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষ্যে ৩ দিনব্যাপী লালন মেলার আয়োজন করা হয়। লালন মেলা উপলক্ষ্যে আখড়াবাড়িতে লাখো মানুষের সমাগম হয়েছে। এই সুযোগে নারায়ণগঞ্জ থেকে একটি সংঘবদ্ধ চোর চক্রের কিছু সদস্য ১৮ অক্টোবর লালন মেলায় আগত দর্শনার্থীদের মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরির উদ্দেশ্যে কুষ্টিয়া আসে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ অক্টোবর সকাল ১১ টা ৪০ মিনিটে চোর চক্রের সক্রিয় সদস্য শরিফ (২৭) কে মজমপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। সে নারায়ণগঞ্জ জেলার নূর হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে লালন মেলা হতে চুরি করা ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

পরবর্তীতে চুরি যাওয়া মোবাইল ফোনের একজন মালিকের দায়ের করা মামলার প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামিকে ও আলামতসহ কুমারখালী থানায় হস্তান্তর করা হয়। যার মামলা নং-৮, তারিখ ১৯ অক্টোবর, ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০। 

আরবি/জেডআর

Link copied!