দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্যে নীলফামারীর ডিমলায় জামায়াতে ইসলামীর কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলা ইসলামীয়া ডিগ্রি কলেজ মাঠে এ কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ আর উদ্দিপনা দেখা গেছে। সকাল থেকেই মিছিল নিয়ে সন্মেলনে অন্তত ১০ হাজার নেতাকর্মীরা।
উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মুহাম্মদ মুজিবুর রহমানের সভাপিতত্বে এবং উপজেলা সেক্রেটারী কাজী রোকনুজ্জামান বকুলের সন্ঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
সন্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও নীলফামারী জেলা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুর রশীদ, জেলা নায়েবে আমীর ড. খাইরুল আনাম, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম প্রমুখ।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সহ অমুসলিম নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করে নীলাচল শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।
সন্মেলনে বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরকে অনেক জুলুম নির্যাতন করেছে , বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। গত ৫ আগস্ট জালেম সরকারের পতনের পর আজ আমরা প্রকাশ্যে কথা বলতে পারছি এবং কর্মী সম্মেলন করছি।এ জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী আবু সাঈদসহ সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন তারা।
আপনার মতামত লিখুন :