খুলনার পাইকগাছায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন এক দম্পতি।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯ টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের কেওড়াতলায় আনিছ( ভুট্টোর) চিংড়ি ঘেরে শ্যাওলা পরিস্কার করার সময় লক্মীখোলা গ্রামের তোফাজ্জল গাজীর ছেলে লাকি গাজী(৪৫) মৃত্যু হয়। এছাড়াও এতে আহত হয় চাঁদখালীর হেতালবুনিয়া গ্রামের সন্তোষ (৫২) ও তার স্ত্রী সুভদ্রা সানা( ৫৯)।
বর্তমানে আহত সুভদ্রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় রয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শন করে ইন্সপেক্টর (অপারেশন) রঞ্জন মিস্ত্রী বজ্রপাতে ১জনের মৃত্যু ও ২জন আহতের তথ্য দিয়ে জানান, নিহতের সুরোতহাল রিপোর্ট করা হয়েছে।
আহত সন্তোষ সানার ভাই আশুতোষ সানা বলেন, শনিবার সকালে লাকি, দাদা-বৌদিসহ ৪ জন শ্যাওলা পরিস্কারের কৃষান হিসেবে ভুট্টোর চিংড়ি ঘেরে কাজ করছিল। সকাল ৯ টার দিকে বৃষ্টি`র মধ্যে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে লাকি নিহত হয় ও দাদা-বৌদি আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। মুহুর্তেই স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল রূপালী বাংলাদেশকে জানান, বজ্রপাতে আহত এক নারী`কে খুব খারাপ অবস্থায় ভর্তি করা হয়। এখানে তার চিকিৎসা চলছে এ মুহুর্তে অনেকটা সুস্থ্য হয়ে উঠেছেন। থানা (ওসি তদন্ত) তুষার কান্তি দাস জানান,নিহতের সুরোতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :