ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নান্দাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি

মাদক-জুয়া-ইভটিজিং নিয়ে ওসির মতবিনিময়

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০১:০৩ পিএম
ছবি: রুপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে মাদক, জুয়া, ইভটিজিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নান্দাইল মডেল থানার ওসি ফরিদ আহমেদ এক মতবিনিময় সভা করেছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সিংরইল ইউনিয়নের দিলালপুর নোয়াগাঁও গ্রামে উপস্থিত লোকজনের সাথে এই মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় মাদক,জুয়া ও  ইভটিজিংসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে জনগণের সহযোগীতা কামনা করেন।

এসময় অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বলেন, জুয়া, মাদক ও সন্ত্রাসীদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সে যেই হোক না কেন।  অপরাধীদের বিরুদ্ধে সর্বদাই জিরো টলারেন্স অব্যাহত থাকবে।  এসময় নান্দাইল মডেল থানার এস আই মো.সুজন মিয়া উপস্থিত ছিলেন।