দৈনিক রূপালী বাংলাদেশ’র উদ্বোধনী সংখ্যা উপলক্ষে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) দুপুরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড.আশরাফুর রহমান।
ক্লাবের সহ-সভাপতি সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমিত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ময়মনসিংহ পুলিশ সুপার আজিজুল ইসলাম, দৈনিক যুগাকন্তর ময়মনসিংহ ব্যুরো চীফ আতাউল করিম খোকন, ক্লাবের সাবেক সম্পাক বাবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহকম্মদ, দৈনিক কালের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার নিয়ামুল কবীর সজল, ময়মনসিংহ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বল।
এছাড়া ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার রকিবুল হাসান রুবেল, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার ময়মনসিংহ ব্যুরো প্রধান ফারুক আহমেদ। এ সময় উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।