ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সুন্দরগঞ্জে এক হাত জায়গা নিয়ে দ্বন্দে হত্যাকান্ড, মহিলাসহ আটক ২

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ০৮:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

এক হাত জায়গার দ্বন্দের জের ধরে গাইবান্ধার সুন্দরগঞ্জে নাতির লাঠির আঘাতে নানা আব্দুল খালেক মিয়া নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে সুন্দরগঞ্জের মনমথ গ্রামে। এ ঘটনায় জড়িত একজন নারী সহ ২ জনকে আটক করেছে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে নিহত আব্দুল খালেক ভোলা মিয়ার সাথে একটি বাড়িতে পাশাপাশি বসবাস করে আসছিলেন দুর সম্পর্কের নাতি আলম মিয়া ও তার স্ত্রী রেখা বেগম । দুজনের মধ্যে বাড়ির ১ হাত জায়গা নিয়ে দ্বন্দ ও বিবাদ চলে আসছিলো দুপক্ষের মধ্যে।

রোববার রাত সাড়ে ৯ টার দিকে দুপক্ষের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। এক পর্যায়ে নাতি আলম মিয়া প্রতিপক্ষ আব্দুল খালেককে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এতে গুরুতর আহত হয় খালেক মিয়া। তাকে হাসপাতালে নেয়ার পথে খালেক মিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুন্দরগঞ্জ থানার পুলিশ আলম মিয়া ও তার স্ত্রী রেখা বেগমকে গ্রেপ্তার করেছে। সুন্দরগঞ্জ থানার ওসি তদন্ত মো. সেলিম রেজা
জানান, এক হাত জায়গা নিয়ে একটি হত্যাকান্ড হয়ে গেলো তা সত্যিই আশা করা যায়না। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমরা দুজনকে আটক করেছি।
তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।