ঢাকা রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

কুশিয়ারায় নৌকা বাইচ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০২:২২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের কুশিয়ারা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেলে হামরকোনা যুব-সমাজের উদ্যোগে ঐ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার থেকে মোট ১৪টি নৌকা অংশগ্রহণ করে। এ সময় নৌকা বাইচ উপভোগ করতে নদীর দুই তীরে জড়ো হোন হাজার হাজার মানুষ।

নৌকা বাইচটি আয়োজন করেন, কর্নেল আহমেদ কর্নেল। বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর আসনের সাবেক এমপি ও জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমান।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মোট ৪টি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে চ্যাম্পিয়ন হয় রাজনগরের শাহ-মোস্তফার তরী নৌকাটি। রানার্সআপ হয় নবীগঞ্জের শাহ পরানের তরী ও তৃতীয় হয় শেরপুরের কুশিয়ারার তরী নৌকা এবং চতুর্থ হয় ওসমানীনগরের কানাই শাহের তরী।

প্রতিযোগিতায় ১ম পুরস্কার মোটর সাইকেল, ২য় পুরস্কার ফ্রিজ ও ৩য় পুরস্কার ১টি এলইডি টেলিভিশন এবং ৪র্থ পুরষ্কার ১টি মোবাইল প্রদান করা হয়।