রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

খুরুশকুলে সিএনজি থেকে দুটি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৩:১৪ পিএম

খুরুশকুলে সিএনজি থেকে দুটি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজার সদরের খুরুশকুলে জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২টি দেশীয় তৈরী এলজি, ৫ রাউন্ড কার্তুজসহ দুইজন অস্ত্রধারীকে আটক করা হয়েছে। এসময় একটি,  সিএনজি অটোরিকশা জব্দও করা হয়।

সোমবার ২ ডিসেম্বর রাত সাড়ে ৯ টার সময় সদরের খুরুশকুল জাহাঙ্গীর কাশেমের মাছের প্রজেক্টের সামনে দাড়াঁনো সিএনজির পেছনের সিটের ভেতর তল্লাশী করে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয় ।

অভিযানের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, সোমবার রাত সাড়ে ৯টার সময় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে খুরুশকুল ইউনিয়নের ছনখোলা বাজার রোড হতে সাম্পানঘাট পাড়াগামী রাস্তার মুখে জাহাঙ্গীর কাশেমের মাছের প্রজেক্টের  সামনে দাড়াঁনো থাকা সিএনজির পেছনের সিটের ভেতর তল্লাশী চালানো হয়। এসময় ২টি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় এবং  সিএনজি চালক আবদু রহিম প্রকাশ ইলিয়াস (৩৮) কে গ্রেপ্তার করা হয়। 

ধৃত সিএনজি চালক আবদু রহিম প্রকাশ ইলিয়াস কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের লিংকরোড মুহুরী পাড়া এলাকার বজল কবিরের ছেলে।

ডিবির অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম আরও জানান, ধৃত সিএনজি চালক আবদু রহিম প্রকাশ ইলিয়াস দেয়া তথ্য মতে মো. ওসমান (৫৪) কে লিংক রোড হতে গ্রেফতার করা হয়।  সে একই এলাকার দক্ষিণ মুহুরী পাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে ধৃতদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। 

আরবি/জেডআর

Link copied!