ঢাকা রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

বেনাপোলে ১৭ হাজার জাল নোটসহ গ্রেপ্তার ২

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৬:৪৫ পিএম

বেনাপোলে ১৭ হাজার জাল নোটসহ গ্রেপ্তার ২

ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে ১৭ হাজার টাকার জালনোটসহ আলমগীর (৩০) ও সাব্বির (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে আমড়াখালি চেকপোস্টের যশোর-বেনাপোল সড়কের উপর থেকে মটরসাইকেলসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীর বেনাপোল পাটবাড়ি গ্রামের আবু বক্কারের ছেলে ও সাব্বির একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আমড়াখালী চেকপোস্টের টহলদল চেকপোস্টের সামনে দিয়ে বেনাপোল হতে শার্শাগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে ব্যাগের মধ্য হতে ১৭ হাজার টাকার জালনোটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জাল টাকার ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করে।

এ ছাড়াও জালনোট ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ও মোটরসাইকেল গ্রেপ্তার করা হয়। যার সিজার মূল্য এক লাখ ৯৮ হাজার ৫০০ টাকা। গ্রেপ্তারকৃত জালনোটসহ আসামিদেরকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি‘র ওই কর্মকর্তা জানান।

আরবি/ এইচএম

Link copied!