রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

কক্সবাজারে ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২, মোটরবাইক জব্দ

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৭:৩৪ পিএম

কক্সবাজারে ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২, মোটরবাইক জব্দ

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজার সমুদ্র সৈকত সুগন্ধা ঝাউবাগানে অবস্থান করছিলেন দুই যুবক। পর্যটক সেজে অপেক্ষমান দুইজনের কাঁধে রাখা স্কুল ব্যাগে মিলেছে চারটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড ৭.৬২ বোর রাইফেলের গুলি।  এসময় তাদের ব্যবহৃত ইয়ামাহা আর-১৫ মডেলের একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

সোমবার দুপুর ২টায় কক্সবাজার সদর মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াছ খান। 

সোমবার ২ ডিসেম্বর সকাল ১১ টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের মহেশখালী উপজেলার ঘোরকঘাটা ইউনিয়নের উত্তর ঘোনারপাড়া এলাকার জাকারিয়া সওদাগরের ছেলে ইকবাল হোসেন ফয়সাল (৩৪) ও একই উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মো. আবুল কালামের ছেলে মো. আরমান হোসেন (৩৪)। 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, ‍‍`সকাল ১১ টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের ঝাউবাগানে অস্ত্র কেনা-বেচা করছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে ওসি ও উপ-পরিদর্শক আব্দুস সাত্তারের সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এসময় দুইজন ব্যক্তিকে সন্দেহ হলে জিজ্ঞাসা করলে তারা পাসপোর্ট করতে এসেছে বলে দাবী করে। পরে তাদের কাঁধে থাকা স্কুল ব্যাগ তল্লাশীর চেষ্টা করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি বলেন, ‍‍`তারা মূলত অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে এনেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

সট : মো. ইলিয়াস খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা,  কক্সবাজার সদর মডেল থানা।

আরবি/জেডআর

Link copied!