নওগাঁর ধামইরহাটে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ জন গুরতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ খন্ডা এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিরা হলো ওই এলাকার মজিবর রহমানের ছেলে মো. আব্দুর ছালাম (৪০) ও ছানোয়ার হোসেন (৩৫) এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্যসহ মোট ১১ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার সকালে আল মামুন, একরামুল ইসলাম, মাসুদ রানা, ইউনিয়ন আ.লীগের সভাপতি সেকেন্দার আলী, ইউপি সদস্য ইজাবুল হোসেন দক্ষিণ খন্ডা এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুর ছালাম ও ছানোয়ার হোসেনের উপরে হামলা ও বাড়ির প্রধান দরজাসহ ঘরের টিনে ভাঙচুর করেন। এতে প্রতিপক্ষের হাতে আব্দুর ছালাম ও ছানোয়ার হোসেন গুরতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেয়া হলে আব্দুর ছালামের বাম হাত ভেঙে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় আহতদের পিতা মজিবর রহমান বাদি হয়ে আগ্রাদ্বিগুন ইউনিয়ন আ.লীগের সভাপতি সেকেন্দার আলী ও ২নং ওয়ার্ড ইউপি সদস্যসহ ১১ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
থানার অফিসার ইনচার্জ ওসি মো. রাইসুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :