ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

যাত্রীবাহী বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৩:৩৫ পিএম

যাত্রীবাহী বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

ছবি: রূপালী বাংলাদেশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে নুরপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও বালুবাহী ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে । আহত ১০ জন । পথচারীদের সূএে জানাযায় , বৃহস্পতিবার (৩১ অক্টোবর ) সন্ধা সাড়ে ৭ টা দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর এলাকায় দ্রুত গতিতে যাএী বাহী বাস ও ড্রাম ট্রাক  ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে । এ সময় ড্রাম ট্রাকের চালক আব্দুল আজিজ ঘটনাস্থলে মারা যায়।

পরে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ও  শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ড্রাম ট্রাক চালক আব্দুল আজিজ মিয়ার মরদেহ উদ্ধার করেন । পরে ফায়ার সার্ভিস কর্মীরা যাএীবাহী বাসের চালক রাজু আহমেদকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাসের চালক মারা যান।

এ দুর্ঘটনায় যাএীবাহী বাসের আরো ১০ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।  দূর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল । শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা থেকে সুনামগঞ্জগামী যাএীবাহী বাস সাকিনা পরিবহন দ্রুত গতিতে আসার সময় ঢাকাগামী বালুবাহী ড্রাম ট্রাক এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত ড্রাম ট্রাক চালক আব্দুল আজিজ মিয়া মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকার বাসিন্দা।

 নিহত যাএীবাহী বাসের চালক রাজু আহমেদ এ রিপোর্ট লেখা পর্যন্ত ঠিকানা পাওয়া যায় নি। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক  বলেন, যাএীবাহী বাস ও  ড্রাম ট্রাক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। ঢাকা-সিলেট মহাসড়কে যান বাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

এ ব্যাপারে উভয় পক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

আরবি/জেডআর

Link copied!