বগুড়া শাজাহানপুরে বগুড়া-নাটোর মহাসড়কের জোড়া কৃষি কলেজের সামনে,বগুড়া থেকে নন্দীগ্রাম গামী বালুভর্তি অজ্ঞাত ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১১ টা ৩০ মিনিটের দিকে উপজেলার জোড়া কৃষি কলেজ নামক স্থানে দুর্ঘটনাটি ঘটলে ঘটনাস্থলেই তারা দুইজন নিহত হন। নিহতরা হলেন উপজেলার গন্ডগ্রামের মানিকের ছেলে পলাশ (৩৩) ও একই এলাকার আপেল (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই যুবক মোটরসাইকেল যোগে বগুড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে রানীরহাটের জোড়া নামক স্থানে পৌছলে বিপরীতমুখী বালুবাহী ট্রাক তাদের সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
তথ্যটি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, নিহতদের লাশ এবং মোটর সাইকেল পুলিশী হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :