কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় বুড়ো সর্দার (৫৫) ও বিটু ইসলাম (৪০) নামের দু’জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত বিটু ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া এলাকার গায়েন আলীর ছেলে এবং বুড়ো সর্দার সাহেবনগর এলাকার বাসিন্দা।মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে খাদে পড়ে পাখিভ্যান চালক এবং একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
আপনার মতামত লিখুন :