বগুড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী ও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধু নিহত হয়েছেন। পরিবারের লোকজন এসে দুইজনের মরদেহ নিয়ে গেছে। শনিবার সকালে বগুড়া শহরের নারুলী গণকবর এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত হন মানসিক প্রতিবন্ধী ফরিদ উদ্দিন। তিনি সারিয়াকান্দি উপজেলার মৃত সিরাজুলের ছেলে। এদিন সকালে গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত গৃহবধু রেশমী খাতুন গাবতলী উপজেলার বালিয়াদিঘীর কালাইহাটার যুবায়ের হোসেনের স্ত্রী।
জানা গেছে, স্ত্রীকে পেছনে বসিয়ে মোটর সাইকেল চালাচ্ছিলেন স্বামী। পথিমধ্যে সুখানপুকুর এলাকায় অসাবধানতাবশত স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে যায়। পিছনে থাকা বালুবাহী ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মারা যান রেশমী।
অন্যদিকে শহরের নারুলী গণকবর এলাকায় রেললাইনের ওপর দিয়ে যাচ্ছিলেন মানসিক প্রতিবন্ধী ফরিদ। সান্তাহার থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কায় দেয়। ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন।
আপনার মতামত লিখুন :