র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর অভিযানে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার আলোচিত শিশু ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি মো. ময়নাল (৪০) গ্রেপ্তার হয়েছে। গত সোমবার (২১ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বহেরাচালা নতুন বাজার এলাকায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১২ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এর আগে, ১৭ আগস্ট ২০২৪ তারিখে উল্লাপাড়া থানাধীন মৈত্রপাড়া বড়হর এলাকায় আসামি ময়নাল এক শিশুকে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় দায়ের করা হয়।
গ্রেপ্তারের পর আসামী মো. ময়নালকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।