ঢাকা বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

সাজেকে থেমে থেমে দু’পক্ষের গোলাগুলি

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৯:৪৭ পিএম

সাজেকে থেমে থেমে দু’পক্ষের গোলাগুলি

ছবি: রূপালী বাংলাদেশ

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন দুর্গম সাজেক মাচালং হিজিং পাড়ায় আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী দু’টি গ্রুপের মধ্যে থেমে থেমে ভয়ঙ্কর সশস্ত্র লড়াইয়ে খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও চুক্তি পক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর মধ্যে ভয়ঙ্কর সশস্ত্র লড়াইয়ে গোলাগুলির খবর পাওয়া গেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, দুর্গম সাজেক হিজিং পাড়ায় জেএসএস সন্তু লারমা গ্রুপের উপর অর্তকিত ব্রাশফায়ার করে ইউপিডিএফ প্রসিত সশস্ত্র গ্রুপ। এসময় জেএসএস পাল্টা জবাব দিলে উভয়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বাঁধে। তবে বিভিন্ন ভাবে শুনা গেছে গোলাগুলিতে ২ জন মারা গেছে। তবে এব্যাপারে আইনশৃঙ্খলাবাহিনী এখনো মৃত্যুও খবর নিশ্চিত করে বলতে পারছে না।

স্থানীয়রা বলেছেন, ওই এলাকায় থেমে থেমে এখনো গোলাগুলি চলছে। দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত দু’জন জেএসএস সদস্য বলে ইউপিডিএফের দাবি। জেএসএস বলছে তাদের কেউ নিহত হয়নি। নির্ভরযোগ্য সূত্র থেকে এখন পর্যন্ত নিহতদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গোলাগুলির খবর তারা শুনেছেন। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ যে,পার্বত্য চট্টগ্রামের দু’টি আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির টাকা ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষে লিপ্ত থাকে তারা। পাহাড়ে এধরনের ঘটনা নতুন কিছুই না। তিন পার্বত্য জেলায় প্রায় সময় সশস্ত্র আঞ্চলিক রাজনৈতিক দলগুলো আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি বাঁধে।

রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু বলেন, দুর্গম সাজেক এলাকায় গোলাগুলির খবর পেয়েছি তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা ঘটনা স্থলে পুলিশ গিয়েছে ফেরৎ আসলে বিস্তারিত জানা যাবে।

আরবি/জেডআর

Link copied!