ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

চকরিয়ায় বজ্রপাতে নারীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ১২:৫৫ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

চকরিয়ায় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। মাঠ থেকে থেকে গরু আনতে গেলে বজ্রপাতে চকরিয়া সাহারবিলের রোকসানা বেগম (২০) নামে এ নারীর মৃত্যু হয় বলে জানা গেছে।

মঙ্গলবার ২৩ অক্টোবর সন্ধ্যায় ৬টার দিকে ইউনিয়নের সাহারবিলের কোরালখালী পশ্চিম পাড়া ৯নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নারী ওই এলাকার জাকের আহমদের মেয়ে। তার চাচাতো ভাই মোহাম্মদ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় বাড়ির পাশের মাঠ থেকে নিজেদের গরু আনতে গিয়ে বজ্রপাতে রোকসানা নিহত হয়।