ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

শাশুড়িকে হত্যার ১৮ দিন পর পরকীয়া প্রেমিক সবুজ গ্রেপ্তার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৬:২৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে হায়াতুন নেছা (৬৫) নামে এক শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ঘটনায়  ১৮ দিন পর পুত্রবধূ রুনা বেগম (২৫) এর পরকীয়া প্রেমিক সবুজ মিয়া (৩২) কে আটক  করেছে সিংগাইর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ অক্টোবর) গভীর রাতে রাজধানী ঢাকার মিরপুর ১৩ নম্বরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শ্যামনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে। ফেইসবুকের মাধ্যমে তার সাথে প্রেমের সম্পর্ক হয় বলে জানা গেছে ।

উল্লেখ্য যে, গত ৬ অক্টোবর রবিবার সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গী নিজ বাড়িতে পুত্রবধূর হাতে খুন হন শাশুড়ি হায়াতুন নেছা। হায়াতুন নেছাকে হত্যার পর রাখা হয়েছিল সিন্ধুকে ভরে । ওই ঘটনার  দিনই পুত্রবধূ রুনা বেগম ও তার মাকে গ্রেপ্তার করে সিঙ্গাইর থানা পুলিশ। পরে পুলিশের কাছে দেয়া জবান বন্দিতে রুনা বেগম পরকীয়ায় আসক্ত হয়ে তার শাশুড়িকে হত্যার কথা স্বীকার করেন। এরই সূত্র ধরে ১৮ দিন পর ওই পরকীয়া প্রেমিককে মিরপুর ১৩ নাম্বার থেকে গ্রেপ্তার করা হয়।

রুনা বেগমের স্বামী প্রবাসী আব্দুল খালেক স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের ফাঁসি দাবি করে বলেন, প্রবাসীদের থেকে তাদের টাকাকেই নারীরা বেশি ভালোবাসে । তাদের কষ্ট কেউ বুঝেনা । তিনি তার ঘাতক স্ত্রী রুনাসহ পরকীয়া প্রেমিক সবুজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কান্নায় ভেঙে পড়েন ৬ বছরের শিশু বাচ্চাকে কোলে নিয়ে ।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে মিরপুর ১৩ নাম্বার থেকে সবুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।