ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কবি নজরুল বিশ্ববিদ্যালয় নতুন ট্রেজারারের যোগদান

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৬:৪৮ পিএম
প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। ছবি: রূপালী বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে যোগদান করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. জয়নুল আবেদীন
সিদ্দিকী। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞতিতে জানানো হয়-মঙ্গলবার পূর্বাহ্ণে তিনি যোগদান করেছেন। এর মধ্য দিয়ে তিনি এই বিশ্ববিদ্যালয়ের ৮ম ট্রেজারার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।

নবনিযুক্ত ট্রেজারার ক্যাম্পাসে এসে পৌঁছুলে তাকে স্বাগত জানান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মিজানুর রহমানসহ অন্যরা। এরপর তিনি উপাচার্য কার্যালয়ে এসে পৌঁছুলে তাকে স্বাগত জানান উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিবহন প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমীসহ অন্যরা।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ২০২৪ তারিখ মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন, ২০০৬-এর
১২ (১) ধারা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে এই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেন।