সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের খুনীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় কোর্ট চত্বরে জেলা বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, "বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং খুনীদের দ্রুত গ্রেফতার করতে হবে। আমরা এই ঘটনার ন্যায়বিচার চাই এবং এর মাধ্যমে নিহতদের পরিবারকে সান্ত্বনা দিতে হবে।"
এছাড়াও তিনি আরও বলেন, "এই সংকট মোকাবিলায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা নিতে হবে।"
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দও তাদের বক্তব্যে খুনীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে দৃঢ় অবস্থান নেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :