বগুড়ার দুপচাঁচিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু মিয়া (৩৭)কে মাদকদ্রব্য ট্যাপেন্টাল ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। গ্রেপ্তার মিন্টু মিয়া দুপচাঁচিয়া পৌর সরদারপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে।
বুধবার (২৩ অক্টোবর) রাতে দুপচাঁচিয়া পৌর ছাতিয়াগাড়ী এলাকায় আনুমানিক ৯ টা ৩০ মিনিটে মাদক বিক্রয় করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্ত্তীর নেতৃত্বে এএসআই নয়ন কৃষ্ণ, এএসআই শাফায়েত হাসমী ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার হেফাজত থেকে মাদকদ্রব্য নেশার ট্যাবলেট ১১০পিস ট্যাপেন্টাডল উদ্ধার সহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামী মিন্টু মিয়ার বিরুদ্ধে পূর্বে ১৫ টি মামলা আদালতে চলমান রয়েছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, আসামী মিন্টু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :