ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

২৬ দিনেও গ্রেপ্তার হয়নি চাচাকে খুন করা সেই ভাতিজা রুবেল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ১২:০৪ এএম
নিহত ওই ব্যক্তির নাম রিয়াজ হোসেন। ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাকে পিটিয়ে হত্যা করেছে ভাতিজা। ২৬ দিনেও গ্রেপ্তার হয়নি মামলার প্রধান আসামি ভতিজা রুবেলকে। প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আতঙ্কে রয়েছে ভুক্তভোগীর পরিবার।

উল্লেখ্য, রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম রিয়াজ হোসেন (৫০)। ঘটনার পর থেকে ভাতিজা রুবেল খান (৩৪) পলাতক রয়েছে। তিনি একই গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

এই ঘটনায় নিহত রিয়াজ হোসেনের স্ত্রী আছমা বেগম বাদী হয়ে ৩ জনকে আসামী করে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। আসামিরা হলেন-১. রুবেল খান পিতা-সানোয়ার হোসেন ২. মমতাজ স্বামী-সানোয়ার হোসেন ৩. সানোয়ার হোসেন পিতা- মৃত শুক্কুর মাহমুদ। তারা সকলেই একই এলাকার বাসিন্দা।

এদিকে ঘটনার দিনেই অভিযুক্ত প্রধান আসামি রুবেলের মা-বাবাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়ে দেন মির্জাপুর থানা পুলিশ। 

জানা যায়, গত দুই-আড়াই বছর আগে নিহত রিয়াজ হোসেনের একমাত্র ছেলে ইমরান খান স্ট্রোক করে মারা গেছে। 

কিন্তু ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের ছেলে ইমরানকেও সেদিন হত্যা করেছে এই ভাতিজা রুবেল।

ইমরানেরও ৫ বছরের এক ছেলে সন্তান রয়েছে। ছেলের নাম বিন ইয়ামিন। ভাতিজার হাতে খুন হওয়া চাচা রিয়াজ হোসেনের বাড়িতে রয়েছে তার স্ত্রী, নাতি ও মেয়ে।

জানা যায়, অভিযুক্ত রুবেল গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে একটি ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে তার সানোয়ার মসলা, বরফ, রাইস মিল রয়েছে। অভিযুক্ত রুবেল মিয়া আত্নগোপনে থেকে তার ব্যাবসা প্রতিষ্ঠান চালু রেখেছে।

মামলার বাদী আছমা বেগম বলেন, আমার ছেলেকেও হত্যা করেছে রুবেল, আমার স্বামীকেও হত্যা করল রুবেল ও তার মা-বাবা। ওরা আমার পরিবারকে ধ্বংস করার জন্যই এই হত্যাকান্ড ঘটিয়েছে। আমার পরিবারে আমার নাতি ছাড়া আর কেউ রইলো না। রুবেলকে অতি দ্রুত গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হোক। আমি ওদের ফাঁসি চাই।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সালাউদ্দিন জানান, এই ঘটনায় মামলার দুইজন আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।মামলার প্রধান আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।