ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

কক্সবাজারে শ্রমিক লীগ সভাপতিসহ ২ জন গ্রেপ্তার

কক্সবাজার ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ১১:২৪ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজার জেলা শ্রমিক লীগ সভাপতি শফিকুল ইসলাম কালু ও জেলা ছাত্র লীগ সদস্য আবু সুফিয়ান নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার ২৪ অক্টোবর রাতে কক্সবাজার শহরের কলাতলি সুগন্ধা ও দক্ষিণ বাহারছড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃত শ্রমিক লীগ সভাপতি শফিকুল ইসলাম কালু কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার মৃত মনির আহমদের ছেলে ও ধৃত ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান নয়ন কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ড দরিয়ানগর এলাকার আবুল হোসনের ছেলে। 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নোমান জানিয়েছেন, তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।