ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নান্দাইলে জমির অবৈধ দখলদার উচ্ছেদ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ১১:২৯ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে সিংরইল ইউনিয়নের সিংরইল মৌজার সরকারের নামে রেকর্ডকৃত (উদলার বাজার সংলগ্ন) ১ একর ৭০ শতাংশ জমির অবৈধ দখলদার উচ্ছেদ করে সরকারের নিয়ন্ত্রণে আনয়ন করা হয়েছে।যার আনুমানিক মূল্য ১ কোটি ৭০ লক্ষ টাকা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান জমির অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি)ফয়জুর রহমান বলেন, ১ একর ৭০ শতাংশ জমির অবৈধ দখলদার উচ্ছেদ করে সরকারের নিয়ন্ত্রণে আনয়ন করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ কোটি ৭০ লক্ষ টাকা। প্রশাসনের উদ্যোগে সরকারী জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।