ঢাকা বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

ঘূর্নিঝড় দানার প্রভাবে ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০১:৫০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ঘূর্ণিঝড় দানা ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করলেও পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় এলাকায় এর প্রভাব পড়েছে।

ঘূর্ণিঝড় দানা প্রভাবে উপকূলীয় এলাকায় রেখে গেছে ক্ষত চিহ্ন। বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা। আহত হয়েছে ৪ জন। তবে কৃষি খাতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকালে কলাপাড়া উপজেলার তাহেরপুর গ্রামের ১০ টি বসতঘর ও রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক ক্ষতিগ্রস্ত। এসময় চারজন আহত হয়। এদের মধ্যে দেউলী গ্রামের রুনা বেগম নামের এক নারীর পা ও তাহেরপুর গ্রামের মনোয়ারা বেগম নামের এক নারীর হাত ভেঙে যায়।

এছাড়া উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। এদিকে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গইয়তলা গ্রামের বেড়িবাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।