ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

জীবননগরে এক রাতে ৬ পাখি ভ্যান চুরি, আতস্কে গ্রামবাসি

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০২:১০ পিএম
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা-জীবননগরে এক রাতে ৬টি পাখি ভ্যান চুরি। শুক্রবার গভীর জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া পিচ মোড় গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ভ্যান চালক জিন্নাত ও বানি অভিযোগ করে বলেন, সন্ধ্যার সময় বাড়িতে ভ্যান চাজে দিয়েছিলাম সকালে উঠে দেখি ভ্যান নেই এই ভ্যান চালিয়ে যে আয় হয় সেটা দিয়ে আমার সংসার চলে।

একই অভিযোগ করেন, আসিফ হোসেন তিনি বলেন, চুরি হওয়া ভ্যানটা আমার পরিবারের একমাত্র আয়ের উৎস ভ্যান চুরি হয়ে যাওয়ায় আমি একেবারে পথে বসে গেছি।

সীমান্ত ইউনিয়নের ৭নং ওয়াড সদস্য মো. ডাবলু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাখারিয়া গ্রামে যাদের ভ্যান চুরি হয়েছে তারা খুব অসহায় ও গরীব। ভ্যানগুলোই ছিল তাদের একমাত্র আয়ের উৎস। ভ্যানগুলো উদ্ধার না হলে তারা পথে বসে যাবে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, শাখারিয়া গ্রামে যে ভ্যান চুরি হয়েছে এটা উদ্ধারে পুলিশ কাজ করছে।