ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ছিনতাইকারীর এলোপাথারী কোপে গুরুতর আহত যুবককে হাসপাতালে ভর্তি

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৩:৪৪ পিএম
আহত যোবায়ের আহম্মেদ বিন্দু। ছবি: রূপালী বাংলাদেশ

নাম যোবায়ের আহম্মেদ বিন্দু। বয়স আনুমানিক (২৭)। সে বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে। পরিবার ছেড়ে কর্মের সন্ধানে ৬ বছর আগে পাড়ি জমায় রাজধানী ঢাকায়। সেখানে চাকুরিরত অবস্থায় সে হঠাৎ জানতে পারে তার মা তাকে ফাকি দিয়ে চলে গেছেন পরপারে। এক ভাই এক বোনের মাঝে বিন্দুই ছোট। বড় বোনের বিয়ে হওয়ার সুবাদে তিনি থাকেন স্বামীর বাড়িতে। তাই মায়ের মৃত্যুর পর বটবৃক্ষ বাবাকে গ্রামের বাড়িতে রেখে কর্মের তাগিদে পুনরায় ফেরে ইট পাথরের শহর ঢাকায়। সেখানে একটি বে-সরকারি প্রতিষ্ঠানে চাকুরী নেয় স্নাতক কমপ্লিট করা এই যুবক।

গত বৃহস্পতিবার ২৪ অক্টোবর দিবাগত রাত অনুমান সাড়ে ৮ টার দিকে গাজিপুর জেলার চৌরাস্তা এলাকার সালনা রোডের ফ্লাইওভারের পাশে বন্ধুদের সাথে এক হাতে মুখরোচক খাবার খাচ্ছিলেন অন্যহাতে মোবাইল টিপছিলেন যোবায়ের আহম্মেদ বিন্দু। অন্যমনস্ক হওয়ার সুযোগে একজন ছিনতাইকারী হাতে থাকা মোবাইল নিয়ে দৌড় দেয়। ছিনতাইকারীকে ধরার জন্য সেও পিছু নেয়। এমন সময় ছিনকারীর ৩/৪ জন সহযোগী চাইনিজ কোড়াল দিয়ে বাম হাতের কব্জি ও তালুতে এলোপাতাড়ি ভাবে ৫টি কোপ দেয়। তৎক্ষনাত স্থানীয়রা উদ্ধার করে ঢাকার উত্তরায় শিন-শিন জাপান হাসপাতাল থেকে তার শারীরিক প্রাথমিক চিকিৎসা নেয়। পরে গ্রামের বাড়িতে যোগাযোগ করে সকালে যোবায়ের আহম্মেদ কে বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি করে। জানা গেছে তার হাতের একটু আঙুল ও হাড় কেটে গেছে এবং বেশ কয়েকটি রগ বিছিন্ন হয়েছে গেছে। যোবায়ের আহম্মেদ বিন্দু বগুড়ার ধুনট উপজেলার স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন বলেও জানা গেছে। তার সুস্থতা কামনায় তার পরিবার, আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব সহ শুভাকাঙ্ক্ষীরা সকলের কাছে দোয়া চেয়েছেন।

যোবায়ের আহম্মেদের বাবা জানান, আমার ছেলে হাতের অবস্থা খুব খারাপ। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে ৫টি আঘাত করেছে। আঘাত গুলো অনেকটাই গুরুতর। ডাক্তার বলেছে, ভালো হতে সময় লাগবে।