কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিন গোবিন্দপুর কেচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে সামাদ মাষ্টারের বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার সরকারি রেকর্ডকৃত কাঁচা রাস্তা এখন পর্যন্ত পাকা না হওয়ায় কোমলমতি শিক্ষার্থীসহ এ এলাকার মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন। তাই সংশ্লিষ্ট এলাকাবাসী রাস্তা পাকাকরনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উধ্বর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, এ সড়ক দিয়ে দক্ষিণ গোবিন্দপুর কেচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও হোসেনপুর ডিগ্রি কলেজ, হোসেনপুর মহিলা কলেজ ও কিশোরগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজে যাওয়ার জন্য শিক্ষার্থীরা চলাচল করে। দক্ষিণ গোবিন্দপুর এলাকার গ্রামবাসির জন্য উপজেলা ও জেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র চলাচলের রাস্তা এটি । গ্রামবাসীর নিত্য দিনের হাট বাজার ও যাতায়াতের একমাত্র রাস্তাটি পাকা না থাকায় বর্ষাকাল সহ অন্য যেকোন সময়ে বৃষ্টিতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
স্থানীয়রা জানান, কাঁচা হওয়ায় এ রাস্তা দিয়ে গাড়ী চলাচল করে নন। গাড়ি না চলায় মুমূর্ষু রোগী ও বয়স্কদের চলাচলে সমস্যার শেষ নেই। রিকশায় মূল রাস্তায় এসে রোগীদের হাসপাতালে নিতে হয়। এলাকার জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়ে বছরের পর বছর পার হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই এলাকাবাসী হোসেনপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত এই রাস্তাটি পাকা করার দাবী জানিয়েছেন।
রাস্তা পাকাকরণ ও জনভোগান্তীর বিষয়ে জানতে চাইলে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল জানান, শীঘ্রই রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।