ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

যৌথবাহিনীর অভিযানে যুবদলের আহবায়ক ফেন্সি কামাল গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ১১:১৪ পিএম
যুবদলের আহবায়ক শীর্ষ মাদক কারবারী ফেন্সি কামাল। ছবি: রূপালী বাংলাদেশ

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে যুবদলের আহবায়ক শীর্ষ মাদক কারবারী ফেন্সি কামাল গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের জগতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

গ্রেপ্তারকৃত ওই যুবদল নেতা বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক কামাল হোসেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত কুমিল্লা জেলার শীর্ষ মাদক কারবারী। স্থানীয়ভাবে তিনি ফেন্সি কামাল নামেই বেশী পরিচিত। তার সাথে  দেলোয়ার হোসেন ও সারদুল ইসলাম নামের আরো দুই জনকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে আভিযানিক দলটি।

ওসি আজিজুল হক আরো জানান, কামাল হোসেনের বিরুদ্ধে পূর্বে মাদক সহ আরো অনেক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।