ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

তানজিম হত্যা, আরও ১ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী

শাহজাহান চৌধুরী শাহীন,  কক্সবাজার
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৯:৪০ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে সময়  সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) কে হত্যার ঘটনার সাথে জড়িত আরও ১ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

তার নাম মোহাম্মদ কামাল উদ্দিন প্রকাশ (৩৫) ওরফে ভিন্ডি কামাল।

২৫ অক্টোবর রাত সাড়ে ১০ টার দিকে চকরিয়ার রংমহল এলাকায় এ অভিযান চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত কামাল উক্ত ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা স্বীকার করেছে। এ পর্যন্ত উক্ত সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ড ও  ডাকাতির ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। যাদের মধ্যে ৩ জন সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। 

সেনা কর্মকর্তা নির্জন হত্যার ঘটনায় 

বিষয়ে গত ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়।

উক্ত ঘটনায় জড়িত অবশিষ্ট ডাকাতদের গ্রেফতারের জন্য সেনাবাহিনীর সর্বাত্মক অভিযান অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত কামালকে চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।