ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

বেনাপোলে ৬২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০২:১৬ পিএম

বেনাপোলে ৬২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর এলাকা হতে ৬২ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে র‌্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের সাগর হোসেনের বসতবাড়ি থেকে র‌্যাব ও বিজিবির যৌথ বাহিনীর অভিযানে ৬২ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য ১২ লাখ ৪০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর (পূর্ব পাড়া) গ্রামের জাকির হোসেনের ছেলে সাগর হোসেন (৩৫), একই থানার ধান্যখোলা গ্রামের আব্দুর রহিমের ছেলে জসিম উদ্দিন (৩৮) ও শার্শা থানার দূর্গাপুর (উত্তরপাড়া) গ্রামের আব্দুল মোমিনের ছেলে ইমরান হোসেন (২৯)।

যশোর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ফাইট লেফটেন্যান্ট মো. রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, বাহাদুরপুর এলাকাটি সীমান্ত এলাকা হওয়ায় বিজিবি ও র‌্যাব যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

আরবি/ এইচএম

Link copied!