ঢাকা শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন মিজানুর রহমান

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৩:১২ পিএম

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন মিজানুর রহমান

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন মিজানুর রহমান। ছবি: রূপালী বাংলাদেশ

বরিশাল বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিও) নির্বাচিত হয়েছেন বেতাগী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভায় প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মোখলেচুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মন্নানসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন। 

প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি, বিভিন্ন পর্যায়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করার জন্য গত ১৫ অক্টোবর বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে মিজানুর রহমান খাঁনের নাম ঘোষণা করেন। উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের বিদ্যালয়ের শতভাগ উপস্থিতি, ঝরে পড়া রোধে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। এ ছাড়াও বিদ্যালয়গুলোকে শিশুবান্ধব ও আকর্ষণীয় পরিবেশ বজায় রাখতে কাজ করছেন। 

সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিজানুর রহমান খাঁন বলেন, ‘প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। যাতে শিশুরা যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।’

আরবি/জেডআর

Link copied!