ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ দোকানির পাশে সাবেক এমপি বিলকিস ইসলাম

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০২:১২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ দোকানিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলামের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করে, তাদের পাশে দাঁড়িয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কালিকাপুর বাজারের একটি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ জন ব্যবসায়ীকে অর্থ সহায়তা প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়রসহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাওনুল হক শাওন ও ব্যবসায়িরা প্রমুখ।

উল্লেখ্য, গত কয়েকদিন পূর্বে কালিকাপুর বাজারে একটি মার্কেটে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি দোকান ভস্মিভূত হয়। তারপর খবর পেয়ে শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল ছুটে যান, পরিদর্শন শেষে ১৩ জন দোকানদার কে অর্থ সহায়তা প্রদান করেন তিনি।