ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

তাড়াশে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাইয়ের অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০৩:০৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে ফিরোজ নামের এক সাজাপ্রাপ্ত আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সাজাপ্রাপ্ত আসামি তাড়াশ পৌরসভার শোলাপাড়া গ্রামের মৃত আব্দুল গণি মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে (২৬ অক্টোবর) রঘুনীলি মঙ্গলবাড়িয়া বাজারে।

কিন্তু পুলিশের কাছ থেকে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার যে অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। সে অভিযোগ অস্বীকার করেছেন তারা।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসন  বলেন, দুপুরে মঙ্গলবাড়িয়া বাজারে সাজাপ্রাপ্ত ফিরোজ নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চালান থানা পুলিশ, পরে পুলিশ আসামির নাম পরিচয় নিশ্চিত হয়ে ফিরোজকে আটক করে। এ সময় চায়ের দোকানে বসে থাকা স্থানীয় ওমর আলী ও কৃষি প্রযুক্তি মহাবিদ্যালয়ের ল্যাব সহকারী জিল্লুর রহমানসহ ১৫ থেকে ২০ জন লোক আসামিকে হাতকড়া পরানোর আগেই মানবঢাল তৈরি করে আসামি কে পালাতে সহায়তা করে।

তবে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে ওমর আলী বলেন, ফিরোজকে পুলিশ ধরেছে শুনে সেখানে গিয়ে শুধু পুলিশের নাম পরিচয় জানতে চেয়েছি। এর এক পর্যায়ে ঘটনাস্থলে বাজারের বেশকিছু লোকজন জড়ো হয়। এই সুযোগে ফিরোজ পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে থাকা আমাদের সবাইকে ভিডিও করে নিয়ে যায়। এখন শুনছি আমাদের নামে নাকি আসামি ছিনতাই মামলা হবে।