চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন বরইতলী বনবিট এলাকার ৩ নাম্বার ওয়ার্ডের বরগুনা আগর বাগান নামক এলাকায় এরশাদ নামের এক ব্যক্তির বন বিভাগের জায়গায় স্থায়ী ইটের দালান তৈরি করতে গেলে প্রথমে বন বিভাগ বাধা দেয়।
বাধা দেওয়ার পর না মেনে পুনরায় ইটের দালান কাজ নির্মান করতে গেলে বরইতলী বিট অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে গঠিত বন বিভাগের টিম ইটের দালান ভেঙ্গে গুলিয়ে দেন।
এই বিষয়ে বরইতলী বিট অফিসার আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি দায়িত্ব গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত বন বিভাগের জায়গায় কোন ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া হয়নি। দেশের প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য ২৫% শতাংশ বনায়ন দরকার।সেই বনায়ন রক্ষায় আমরা চ্যালেঞ্জ গ্রহণ করে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। এই বানায়নের জায়গা আমরা কাউকে অবৈধ দখল করতে দেব না।
চুনতি রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, বন বিভাগের এক ইঞ্চি জায়গা অবৈধ ভাবে কাউকে দখল করতে দেওয়া হবে না। সে যত বড় ক্ষমতাধর হোক না কেন, নিজের জীবন বাজি রেখে বন বিভাগের জায়গায় কোন স্থাপনা থাকলে খবর পাওয়া মাত্রই আমরা উচ্ছেদ করে দিব।
এই বিষয়ে জানতে চাইলে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফাতেমা বেগম রানী জানান, একটি বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে সবাইকে সচেতন হতে হবে। বনভূমি রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বন বিভাগের পাশাপাশি নাগরিক সমাজে ভূমিকা পালন করতে হবে। বন বিভাগের এই উচ্ছেদ অভিযান কে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :