কুষ্টিয়ায় পদ্মা নদীতে পুলিশ ও ইউপি সদস্যদের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে কুমারখালির কালোয়া এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য নিখোঁজ রয়েছে। এ ছাড়া দুই ইউপি সদস্য আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চললেও পদ্মা নদীতে অবৈধভাবে মাছ শিকার করছিলো জেলেরা। একটি নৌকায় স্থানীয় দুই ইউপি সদস্য ছানোয়ার ও আনোয়ার কুমারখালি থানার চারজন পুলিশকে নিয়ে পদ্মা নদীতে যান। এ সময় অবৈধভাবে জাল ফেলে মাছ নিধন করছিলেন জেলেরা। পুলিশের নৌকাটি জেলেদের দিকে এগিয়ে গেলে হামলা চালানো হয়। এ সময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেন। এরপর থেকেই দুই পুলিশ নিখোঁজ রয়েছেন। তবে এ ঘটনায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলছেন রাতে তাঁদের কোনো অভিযান ছিল না।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, পদ্মায় একটি ঘটনায় পুলিশের দুই সদস্য নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে নৌকা নিয়ে পদ্মায় তল্লাশি চলছে।
আপনার মতামত লিখুন :