ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

রোহিঙ্গা ক্যাম্প থেকে মধ্যরাতে ভাসানচরে গেছে আরও ৮৯৮ জন রোহিঙ্গা

শাহজাহান চৌধুরী শাহীন,  কক্সবাজার

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০১:০৪ পিএম

রোহিঙ্গা ক্যাম্প থেকে মধ্যরাতে ভাসানচরে গেছে আরও ৮৯৮ জন রোহিঙ্গা

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ২৫ তম দফায় স্বেচ্ছায় নতুন করে নোয়াখালীর দ্বীপ ভাসানচরে গেছে আরও ৫০৫ জন রোহিঙ্গা।

সোমবার মধ্যরাতে উখিয়া থেকে এসব রোহিঙ্গাদের বহনকারি বাস চট্টগ্রামের উদ্দ্যেশে রওনা দেন বলে জানিয়েছেন, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এআরআরআরসি) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।

তিনি জানিয়েছেন, ২৮ অক্টোবর সোমবার সন্ধ্যার পর থেকে স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গনে আসতে শুরু করে। সেখানে আসা রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম চালায় শরণার্থী কমিশনার কার্যালয়সহ সংশ্লিষ্টরা।

২৫তম দফায় এবার ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গার সংখ্যা অন্তত ৫০৫ জন ।

এছাড়া আগে ভাসানচরে স্থানান্তর হওয়া রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে আসা ৩৯৩ জনসহ মোট ৮৯৮ জন রোহিঙ্গাকে পাঠানো হচ্ছে ভাসানচরে।

মধ্যরাতেই ২০টি বাস ও ট্রাক যোগে এসব রোহিঙ্গাদের উখিয়া থেকে চট্টগ্রামের পতেঙ্গা নিয়ে যাওয়া হয়েছে। 

মঙ্গলবার ২৯ অক্টোবর সকালে চট্টগ্রামের পতেঙ্গা পৌঁছার পর  সেখান থেকে নৌবাহিনীর ব্যবস্থাপনায় জাহাজযোগে ভাসানচর পৌঁছবে এসব রোহিঙ্গারা।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের তথ্য মতে, গত ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় রোহিঙ্গারা ভাসানচরে যেতে শুরু করেছিল। 

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ২৩ তম দফায় ১ হাজার ৫২৭ জন রোহিঙ্গা ভাসানচরে গেছেন। এর আগে ২২ দফায় মোট ৩২ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। 

আরবি/জেডআর

Link copied!