ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মেহেরপুর জেলা জামায়াতের সাবেক আমীর ছমির উদ্দিন আর নেই

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৩:৫৬ পিএম
মেহেরপুর জেলা জামায়াতের সাবেক আমীর ছমির উদ্দিন । ছবি: রূপালী বাংলাদেশ

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর এবং মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছমীর উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না—- রাজিউন)। মঙ্গলবার সকালের দিকে মেহেররপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মরহুম ছমীর উদ্দিনের স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণাগ্রহী রয়েছে।

মেহেরপুরের টঙ্গী গোপালপুর গ্রামের বাসিন্দা ছমির উদ্দিন ১৯৭৯ সালে বাংলাদেশ বিমান বাহিনী চাকুরী থেকে অবসর গ্রহণ করার পর ১৯ ৮৩ সালে বাংলাদেশ জামায়েত ইসলামীর রাজনীতি শুরু করেন। ১৯৮৯ সালে মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। অত্যন্ত ভদ্র, নম্র, বিনয়ী হিসাবে মেহেরপুর জেলা বাসীর কাছে ব্যাপক পরিচিত ছমীর উদ্দিন ১৯৯১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মেহেরপুর জেলা জামায়েত ইসলামী আমিরের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তৎকালীন আওয়ামী সরকারের আমলে তার বড় ছেলে তারিখকে ক্রসফায়ারে হত্যা করার পর ২০১৩ সালে তিনি আমেরিকা চলে যান।

আমেরিকার নিউ জার্সিতে মোনা সংগঠনের আমীর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২৬ অক্টোবর আমেরিকা থেকে মেহেরপুর পৌছান। মৃত্যুর ১৭ ঘণ্টা পূর্বে মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর উদ্যোগে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এক সমাবেশে তিনি বিশেষ অতিথির ভাষণ দিয়েছিলেন। তার ভাষণের মাত্র ১৭ ঘণ্টা পর অর্থাৎ মঙ্গলবার সকালের দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেহেরপুরের শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন এলাকা থেকে তার মরদের দেখার জন্য অসংখ্য মানুষ পৌর কমিটির সামনে সমবেত হন। মঙ্গলবার রাত আটটায় জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।