‘‘মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মুল হারাবি” এই শ্লোগানে আজ গাইবান্ধায় বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে উদীচীর ৫৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিনটি উপলক্ষে শহরের স্কুল লেনে উদীচী গাইবান্ধা জেলা কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
উদীচী সভাপতি অধ্যাপক জহুরুল কাইযুমের স্বাগত বক্তব্যের পরে পতাকা উত্তোলন করেন উদীচীর জ্যৈষ্ঠ সদস্য শাহ মশিউর রহমান ও প্রমোতোষ সাহা । পরে উদীচী জেলা কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে ।
সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :