ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারে সস্ত্রীক ব্যবসায়ী নিখোঁজ, থানায় জিডি

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ১০:১৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

জেলার কুলাউড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সালাম আহমদ ও তাঁর স্ত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে গত ৪ দিন থেকে নিখোঁজ রয়েছেন এই দম্পতি।  

সালামের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুর এলাকায়।

নিখোঁজ সালামের ভাই আলী আহমদ শুভ জানান, কুষ্টিয়ার এক ব্যবসায়ী আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য গত শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে কুলাউড়া থেকে রওয়ানা হন সালাম ও তাঁর স্ত্রী। পরদিন শনিবার দুপুর পর্যন্ত তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের সদস্যদের যোগাযোগ হয়।

কিন্তু দুপুরের পর থেকেই সালামের মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এছাড়া কুষ্টিয়ায় যে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা সেখানেও খোঁজ নিয়ে জানা যায় তাঁরা সেখানে যায়নি।

এরপর সম্ভাব্য সবস্থানে খোঁজ খবর করেও তাঁদের কোন সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার জিডি‍‍`র সত্যতা নিশ্চিত করে দৈনিক রূপালী বাংলাদেশকে জানান, পুলিশ তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে টেকনোলজির সহযোগিতা নিয়ে তাঁদেরকে খোঁজে বের করার চেষ্টা করছে।